পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ ॐ' কলিকপুরাণে দেখে খুজে রামচন্দ্র ডাকি জানকীরে । বলেন পরীক্ষা দিয়ে এস সীতা ঘরে। তাই শুনে জননীরে করি সম্বোধন । স্বামির সাক্ষ্যাতে সীতে ত্যজিল জীবন ॥ সেই শোকে রঘুনাথ ছাড়ি সিংহাসন। স্বজনে সরযু-তীরে করিয়ে গমন ॥ বশিষ্ঠের উপদেশে যোগ করি সার । ভ্ৰাতৃ সনে নিজ পদ লয়েন আবার ॥ পড়ে শোনে যেই জন এই রামায়ণ । ধৰ্ম্ম অর্থ মোক্ষ পায় সুখী অনুক্ষণ ॥ ইতি রামায়ণ ।

*

মরু ও দেবাপির কথা । স্ত্ররামের পুত্ৰ কুশ কুশের অতিথি । এই বংশে ধ্রুব, পিতা শীঘ্ৰ মহামতি ॥ মরু মম নাম, বুধ, সুমিত্রও বলে । কলাপ গ্রামেতে থাকি আমি যে সে কালে । ব্যাস-মুখে শুনি কথা তব অবতার। লক্ষ বর্ষ ধরি তপ করি আপনার ।