পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ડોના কলিকপুরাণে গুহকো ঘরে আসি ছাড়ি রাজ-বেশ । পঞ্চবটী বনে গিয়ে রছিলেন শেষ ॥ ভরত আসিয়ে মধ্যে র্কাদা কাটা করে । পিতার নিধন আর লয়ে যাবার তরে ॥ বুৱাইয়ে ভরতেরে করিয়ে বিদায় । বনে থাকে পর্ণঘরে ফল মূল খায় ॥ দৈবে দেখে সুর্পনখা কামজ্বরে জরে । রামে অভিলাষ করি সীতা নিন্দ করে ॥ দুর কোরে দিল তারে কেটে নাক কান। সে জন্যে রাক্ষস কত দিয়ে যায় প্রাণ ॥ সীতার শুনিয়ে রূপ লোভে দশানন । ছলনা করিয়ে হরে ঐরামের ধন ॥ স্বগে মারি ঘরে এসে দেখে সীতা নাই । কঁাদিতে কঁাদিতে বলে সীতা কোথ। পাই ॥ কত দূরে চলে যায় সীতা অন্বেষণে । জটায়ুর মুখে শোনে হরে দশাননে ॥ জটায়ুর অগ্নি-কাৰ্য্য করি সমাপন । ঋষভ পাহাড়ে আসে ভাই দুই জন ॥ সুগ্ৰীৰে মিত্রতা করি বালিরে বধিয়ে । লঙ্কা ঘেরিলেন গিয়া সাগর বঁধিয়ে ॥