পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শশিভূজের যুদ্ধ। ,ே দেবে করে পুষ্প বৃষ্টি গন্ধৰ্ব্বের গান । অপসরের মৃত্য করে ঋষির ধোয়ান । কোক ও বিকোক বধে কবি হর্ষে পরে । দুটের সমস্ত সেনা ক্রমে নষ্ট করে ॥ মৱিল সকল স্ত্রে ছ গেল ধরা-ভার । সবাই কলিকরে পূজে দিয়ে অলঙ্কার ॥ ইতি কোক বিকোক বধ । ÷››ሩ=÷÷ শশিভূজের যুদ্ধ। ঘোড়া চড়ে খাড়া হাতে কলিক নারায়ণ । ভল্লাট নগরে যান করিবারে রণ ॥ সেথা রাজা শশিভূজ কৃষ্ণ পরায়ণ । যুদ্ধ হেতু সেনা সনে অগ্রসর হন । তা দেখে প্রশান্তা রাণী বলে প্রাণ-পতি । রণে ক্ষান্ত হও তিনি অগতির গতি ॥ বলে রাজা প্রাণ প্রিয়ে জান না জান না । এইত পরম ধৰ্ম্ম দেবের বাসন ॥ রয়ে গুরু শিষ্য নাই মার খান হরি। ক্ষত্রিয়ের এই ধৰ্ম্ম মারি কিবা মরি ॥