পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমার বিয়ে । ե> শুনে কলিক হাসিতে হাসিতে নৃপে কয় । যথার্থ আমাকে তুমি করিয়াছ জয় ॥ ইতি ধৰ্ম্মতত্ত্ব । ---=-** রমার বিয়ে । .রণে থেকে পুত্র দুটি ডেকে আনাইয়ে । স্ত্রী মতে কলিকরে তোষে রমা কন্যা দিয়ে ॥ দেবাপি বিশাখযুপ আর রাজাগণ । রণস্থল হতে ডেকে করে আনয়ন ॥ কলিক-সনে রমী-বিয়ে করিতে দর্শন। হুড় হুড় কোরে আসে নরপতিগণ ॥ এলো সেনা গজ আর প্রজা ছিল ষত । শঙ্খ ভেরি স্বদঙ্গাদি বাজে আবিরত ॥ বে)এর সকলে মিলি উলু উলু দেয় । গা গুনা বাজনা কত দান ধ্যান হয় ॥ ভক্ষ্য-দ্রব্য নানা মত খেয়ে নৃপগণ । প্রবেশিল সভা-মাৰে হাসি খুলি মন । আইল দেখিতে সব ক্ষত্রিয় ব্রাহ্মণে । , বৈশ্য শূদ্র সেজে গুজে বস্ত্র আভরণে ।