পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুক্মিণী ব্রত কথা । : అసి একদা পরশুরাম কলিকরে দেখিতে । এলেন শম্ভলে মহেন্দ্র শিখর হতে ॥ দেখে কলক উঠিলেন পদ্মা রম সনে । মহানন্দে পুজা করে তোষেন ভোজনে ॥ শোয়ান সোণার খাটে দিয়ে আভরণ । পদ-সেবা কোরে কলিক করে নিবেদন ॥ সব সিদ্ধ হয়েছে প্রসাদে আপনার । হে গুরো ! কি বলে রমা শুন কথা তার ॥ রমা বলে বার ত্রতে কিসে পুত্ৰ পাই । হে গুরো ! বলুন মোরে রূপা ভিক্ষ চাই। ইতি নারদ আগমন, বিষ্ণুযশার মোক্ষ ও সুমতির সহমরণ । =o-e রুক্মিণী ব্রত কথা । যে মতে রুক্মিণী ব্রত, করে নারীগণ । শৌনকে কহেন স্থত, সেই বিবরণ ॥ .বিখ্যাত অসুর রাজ, বৃষপৰ্ব্ব বলী । •শৰ্ম্মিষ্ঠা তনয়া ভার, গেরো তার বলি ॥, এক দিন শুক্রকন্যা দেবযানী সনে । গা ধুইতে সরোবরে, যান সখীগণে ॥ ' ' &s ] কলক -