পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুক্মিণী:ব্রত কথা । :: বৃষপৰ্ব্ব নমস্তুতি কত যে করিল। দোহে দণ্ড কর বলি, রাগ থামাইলে ॥ শৰ্ম্মিষ্ঠার বাপে, পিতৃ-পদে দেখি নত । সেবিবে তোমার কন্যা মোরে অবিরত ॥ তাই শুনে বৃষপৰ্ব্ব দিয়ে শৰ্ম্মিষ্ঠায় । অন্তরে র্কাদিয়ে নৃপ ঘরে ফিরে যায় ॥ যযাতি রাজারে শুক্র করিয়ে আহবান । বিধি মত নিজ কন্যা করে সম্প্রদান ॥ শৰ্ম্মিষ্ঠারে বোলে নৃপে দিল কন্যা সনে । হবে জরা যদি লও কখন শয়নে ॥ যা ছিল কপালে হলো দৈবের লিখন । রাজ-বালা শোকাকুলা, কে করে খণ্ডন ॥ সেবা সাঙ্গ কোরে এক এক দিন বনে । কত দুর চলে যায় র্কাদে মনে মনে ॥ দেখিল কামিনী কত ঘেরে ঋষিবরে । ফলে ফুলে ধূপ দীপে কোন ব্রত করে। • ਮਿਲੇ। আসিয়ে কাছে করি দরশন । • প্ৰণমিয়া মুনিবরে করে নিবেদন । হে দেবি সকল ! আমি রাজার নন্দিনী । করি দাসীগিরী, পতি নাই অভাগিনী ।