পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুক্মিণী ব্রত-কথা । SS-3 সনৗথ কর হে মোরে, হে শ্যামসুন্দর । । ত্বরাও এ দুঃখ হতে অহে পীতাম্বর ॥ শৰ্ম্মিষ্ঠ ব্রতের ফলে লভে নৃপ পতি । যৌবন না যায়, পেয়ে পুত্ৰ সুখী অতি । প্রসাদে বৃহদেশ্বর, দ্রৌপদীও পায় । ইচ্ছা মত পতি পুত্র যৌবন না যায়। জনকনন্দিনী সীতা, সরমার সনে । এই ত্র ত কোরে ছিল অশোকের বনে ॥ সেই ফলে পতি পায়, মরিল রাবণ । রক্ষস বিনাশ হলো রাজা বিভীষণ ॥ জামদর্যের প্রসাদে, কলিকপ্রয় রমা । এই ত্রত ফলে পায় পুত্র নিরুপমা ॥ " যে রমণী এই ত্রত করে অনুষ্ঠান । ই ! মত পতি পায়, সুশীল সন্তান । যৌবন না যায় তার সদা সুখে রয়। অন্তকালে স্বৰ্গ পায়, যমে করে ভয় । ইতি রুক্মিণী ব্রত-কথা । աո->քՖ=ա