পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

్సులి কলিকপুরাণে কলুষ গাশিনী গঙ্গে ! মুক্তিপ্রদায়িণী । দেবের বাঞ্ছিত জল পাপ তাপ বিনাশিনী ॥ হৰিপদে কোরে বাস জীবের তরিতে। কত আরাধনে অবতীর্ণ অবনীতে ॥ পারে কি উরগ নর অসুর অমর ? । যারে স্তব করে ব্রহ্ম। বিষ্ণু মহেশ্বর ॥ ব্রহ্মকুমণ্ডলে বদ্ধ, শিবে শিরোমণি । মা জননী, ইনি সুরপুরে মন্দাকিনী । তরিতে সগরবংশ ভগীরথ সনে । সুমেরু শিখর চিরি এলেন ভুবনে ॥ সুর করা দর্পচূৰ্ণ করি মা জাহ্নবী। কেমনে পাইব পার আপনারে সেবি ॥ বিমল সলিল তৰ-যে করে দর্শন । खदङझ বিদূরিত পাপ ৰিম্বোচন । ভীষ্মের জননী ও মা ত্রিপথগামিনী । দিবা নিশি করে স্তৰ কত শত মুনি । হেরিলে তোমার শোভা মুনি মন হুরে । নানা মতে পূজা করে সুরাসুর নরে ॥ কত দিনে পণব মাগে। তব নীর তীর । শান্ত-চিত্তে বেতুইব হইব স্বস্থির ।