পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बौङन [ ২৬১ ] नैंोल সাজাষ্ট্রবার সময় পত্রবিশিষ্ট | রাখিয়া স্তরে স্তরে সাজান হয়, এইরূপে সাজাইয়া ইহার উপর । বড় বড় কাঠ চাপ দেওয়া হয় এবং সমভাবে সঙ্কুচিত করিয়া রাখা হয়। অনন্তর সমস্ত নীলগাছ ঢাকিয়া জল দেওয়া হয় । । এই প্রকারে ৮৯ ঘণ্টা ভিজাষ্টয়া রাখিলেই পচনক্রিয় একপ্রকার শেষ হইল। তখন ইহা হইতে বুদবুদ উঠিয়া জল মধ্যে i লীন হইতে থাকে। অতি উৎকৃষ্ট নীল প্রস্তুত করিতে । হইলে, ৰেশী সময় ভিজাইয়া রাখিবার অবিশুক করে དག། ། ། কিন্তু বেশ সময় ডিজাইরা রাখিলে, কিছু বেশী পরিমাণে নীল । প্রস্তুত হয়। উপযুক্ত সময় মত ডিজান হইলে পর, টিপিংভাটের ছিপি খুলিয়া তরল পদার্থ বিটংভাটে অর্থাৎ ৷ আলোড়নপাত্রে আনীত হয়। এই সময় ঐ তরল পদার্থের । বর্ণ দেখিয়া বলা যাইতে পারে যে কিরূপ রং হইবে। যদি ! সবুজের আভাযুক্ত অল্প পীতবর্ণ হয়, তাহা হইলে নীল । অতি উৎকৃষ্ট হইবে। যদি মদীরা (Madeira) সরাপের মত রং । হয়, তবে বুঝিতে হইবে, নীল সুন্দর হইয়াছে। যদি श्रेज९ ।। পিঙ্গল ও সবুজ বর্ণ মিশ্রিত এবং অল্প লাল মিশ্ৰিত গাঢ় নীল বর্ণের হয়, তাহ হইলে রং মধ্যম হইয়াছে জানিবে। আর যদি ময়লাযুক্ত লালবর্ণ হয়, ইহাই তামুক্ত নীল-অতি | খারাপ হইয়াছে বুঝিবে। এই প্রকারে উক্ত জল নলমুখে । গড়াইয়া আসিলে, অবশিষ্ট গাছ পড়িয়া থাকে, তাহা বাহিরে | ফেলিয়া রাখা হয়। ইহাকেই ছিট বলে। পূর্বে বলা । হইয়াছে যে, এই ছিট দিয়া জমিতে সার দেওয়া হয়, ইহা । অনেক সময়ে কাঠের কার্যা করে । অনন্তর বিলোড়নপাত্রে রস তানীত হইলে, নান প্রকারে আন্দোলিত হইয়া থাকে। অতি পুৰ্ব্বে খেজুরগাছের । ডগা কিংবা অন্ত কোন বস্তু দিয়া নাড়া হইত। বর্তমান সময়ে মুজুরের হস্তদ্বারা এই কার্য সম্পন্ন করে । এই সমস্ত চৌবাচ্ছার মধ্যে ১০।১২ জন লোককে নামাইয়া দেওয়া হয়, ইছাদের কটিদেশ পৰ্য্যস্ত জলমধ্যে নিমগ্ন থাকে । ইহারা দুই শ্রেণীতে মুখোমুখী হইয় দাড়াইয়া দঁাড় বা ছাতা দিয়া নাড়িতে থাকে। সময় সময় শুধু হস্তদ্বারাও আন্দোলন করিতে দেখা যায়। প্রথমে অতি আস্তে আস্তে কিন্তু নিয়মমত নাড়িতে থাকে, ক্রমশঃ এত অধিক বেগ দেওয়া হয় যে, বড় বড় ঢেউর মত উঠিতে থাকে । কিন্তু তাই বলিয়। অত্যন্ত জোরে আন্দোলন করিলে রং নষ্ট হইবার লম্ভাবন । কতক্ষণ পর্যস্ত এইরূপ নাড়িতে হইবে, তাছার কোন স্থিরতা নাই। যেহেতু পচনের नानावॆिकবশতঃ কখন বা অধিক সময়, কখন বা অল্প সময় বিলোড়ন করিতে হয়। সাধারণতঃ ২ বা ২০ ঘণ্ট এইরূপ করিবার পর, Χ * অংশ অর্থাৎ অগ্রভাগটা মধ্যে ; প্রথমে গাঢ় সবুজবর্ণ শেষে বেগুণির রং এবং অবশেষে ঘোর নীলবৰ্ণ দেখা যায়। এই আলোড়নপাত্রে হুইট ক্রিয় নিম্পন্ন হয়, ১ম তরলপদার্থের উপর বায়ুস্থিত অম্লজানক্রিী এবং ২য় রং প্রস্তুতকারী কণাসমূহ একত্র হইয়া, একটু বৃহদাকার ধারণ । রাসায়নিক পণ্ডিতদিগের মত এই যে, আলোড়িত হইবার পূৰ্ব্বে জলবৎ পদাৰ্থ ঠিক নীল ( Blue ) নহে, বরং ইহাকে সাদাটে নীল বা হোয়াইট ইণ্ডিগে বলা হইয়া থাকে । বাতাস হইত্তে অম্লজান বায়ুর সহিত মিলিত হইয়া, ইহার নীলে পরিণত হয় । আলোড়নক্রিয়াদ্বারা অম্লজান বায়ুর সহিত মিশ্রিত হয় বলিয়া, আগুক্সি উপায়ে আমজানের সহিত মিশ্রিত করিয়া আন্দোলন না করিলেও চলিতে পারে, সাদ নীল জলে দ্রবণীয় ; কিন্তু সাদা নীল যখন অম্লজান বায়ুর সহিত মিশিত হইয়া (ব্লু) রংবিশিষ্ট নীল হয়, তখন ইহা জলে জব হয় না । চৌবাচ্ছার নীচে তলানি পড়িয়া থাকে। ইহাই নীল প্রস্তুত করিবার মূল জিনিষ । কিছুক্ষণ স্থিরভাবে থাকিলে নিম্নদেশে উহা সরের মত পড়িয়া থাকে, আর উপরে নীলবর্ণ পরিষ্কার জল টলমল করিতে থাকে। অনন্তর চৌবাচ্ছার গাত্রস্থিত ছিদ্রগুলি খুলিয়া দিয়া উপরকার জল বাহির করা হয়। ইহা কখন কথন জমিতে সার দিবার জন্য ব্যবহৃত হয়, কিন্তু প্রায়ই ফেলিয়া দেওয়া হয়। সমস্ত জল বহির্গত হইলে, বালী পুরিয়া কাদার মত নীল লইয়া ছাকনির উপর রাখা হয়। এইরূপে অনেক খড়কুটা পাতা ছাকিয় ফেলা হইয়া থাকে। ইহার পর একটা নলের মধ্য দিয়া একটী পাত্র মধ্যে আনীত হয়। ঐ পাত্রের নাম পাল্প ভাট ( Pulp vut ) । ইহার আকৃতি ১৫ × ১০ x ৩ ফিট । ইহার উপরেই বয়লার পাম্প", ইহা দ্বারা কাদা নীল বয়লার মধ্যে নীত হয়- উপরি উক্ত নলের মধ্য হইতে বাহির হইবার পূৰ্ব্বে নীল আবার ছাকিয়া বাহির করে । কারণ নলের অগ্রভাগে কাপড় অপবা নলের মুখে খোলের চালনি দিয়া বাধা থাকে । ইহা বাৰ্তাত জল-শোষকযন্ত্রের নলের মুখেও চালুনি বা ছাকনি থাকে, অতএব যথাক্রমে তিনবার টাকা হইয়৷ বিটং তাট হইতে বয়লার মধ্যে আনীত হইয়া থাকে । বয়লার গুলি অধিকাংশ স্থলে লৌহের পরিবর্তে, পাতলা তামারপাত দিয়া নিৰ্ম্মিত হয় এবং অদ্যান্ত পাত্রের ন্যায় বাছিবে ন। রাখিয়া ঘরের ভিতর রক্ষিত থাকে । তামারপাতে করিবার তাৎপৰ্য্য এই যে, তাছা হইলে সমভাবে এবং শীঘ্রই গরম হয়, মুতরাং নীল পুড়িয়া যাইবার সস্তাবনা খুব কম থাকে। এই সমস্ত বয়লারের আকৃতি সাধারণতঃ ২৫ ফিট দৈর্ঘ্য २२ किल्ले विषूठ 4द९ 8 गिरॆ ऎक्र श्हेब थाटक - देशंह,