পাতা:বাসন্তিকা - মনীন্দ্রনাথ সিংহ.pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বাসন্তিকা

প্রথম দৃশ্য

[দৃশ্য-পরিচয়ঃ—ঋতু-কুঞ্জের এক পার্শ্ব—শুষ্ক লতাকুঞ্জ—শীতের রাত্রিশেষ—আর্ত্ত ধরিত্রীর মৃদু ক্রন্দন-ধ্বনি ভেসে আস্‌ছে—কালো ওড়নায় ঢাকা ঋতুরাজ নিশ্চিন্ত ঔদাস্যে বসে আছে আর শীতা নৃত্য-সহকারে তা’র জয়গান গাইছে।]

(গান)

ওগো ঋতুরাজ, হৃদয়-দেবতা!
কেন ধরণী কাঁদে গুমরি’?
পবনে রেশ তার উঠিল ভরি’।
কোথা তব বরাভয়? জাগো দেবতা,
ধ্বংসের বুকে আনো শুভ বারতা।
নিশিদিন কাঁদে ঐ ভীতা ধরণী,
ঐ মম জয়নাদ তূর্য্যধ্বনি।
শ্মশানের বুকে তুমি জাগো দেবতা,
ভাঙ্গো মায়াজাল, মৃত্যু স্থবিরতা,
জাগো ঋতুরাজ; জাগো দেবতা।