পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९8 যন্ত্রদানব, মানবে করিলে পাখি । স্বল জল যত তার পদানত আকাশ আছিল ৰাকি । বিধাতার দান পাখিদের ডানাদুটি । রঙের রেখায় চিত্ৰলেখায় श्रांनमा टेहळे ফুটি ; তারা যে রঙিন পাস্থ মেঘের সাথি । নীল গগনের মহাপবনের যেন তার একজাতি। তাহাদের লীলা বায়ুর ছন্দে বাধা ; তাহাদের প্রাণ, তাহাদের গান আকাশের সুরে সাধা ; তাই প্রতিদিন ধরণীর বনে বনে আলোক জাগিলে একতানে মিলে তাহাদের জাগরণে । মহাকাশতলে যে মহাশাস্তি আছে তাহাতে লহরী র্কাপে থরথরি তাদের পাথার নাচে । যুগে যুগে তারা গগনের পথে পথে জীবনের বাণী দিয়েছিল আনি অরণ্যে পর্বতে ; , আজি একি হল, অর্থ কে তার জানে । ম্পর্ধ পতাকা মেলিয়াছে পাখা শক্তির অভিমানে । তারে প্রাণদেব করে নি আশীৰ্বাদ ।