পাতা:রবীন্দ্র-রচনাবলী (একবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তপর্তা SSS ৩ । ওরে বোকা, মরতে পারি নে, তা নয়, কিন্তু আমরা মলে তোদের দশা কী হবে । ১ । আমাদের অস্ত্যেষ্টিসৎকারটা বন্ধ থাকবে। একদল স্ত্রীলোকের প্রবেশ প্রথম । রাজার অভিষেকের সময় হল ? ২ । না, এখনো দেরি আছে । তোমরা প্রস্তুত আছ তো ? প্রথমা। আমাদের জন্তে ভেবো না গো, ভেবো না । তোমাদের পুরুষের মধ্যেই দেখি কেউ বা এগোন কেউ বা পিছোন। কেউ বলছেন সময় বুঝে কাজ, কেউ বলছেন কাজ বুঝে সময়। মাঝের থেকে সময় যাচ্ছে চলে। । দ্বিতীয়া । দেখে এলেম তোমাদের স্তায়বাগীশ এখনো বলে তর্ক করছেন, যিনি রাজা তিনি সিংহাসনে বসেন, না, যিনি সিংহাসনে বলেন তিনিই রাজা । এই নিয়ে দুই পক্ষে মাথা-ভাঙাভাঙি চলছে আমাদের পাড়ায় । মেয়েরা কাল সমস্ত রাত ধরে সাজিয়েছে মাঙ্গল্যের ডালা । তৃতীয়া । ভোর থেকে যে-বার গ্রাম থেকে সব বেরিয়ে পড়ল । ১ । আর লজ্জা দিয়ো না আমাদের । এ কথা মেনে নিচ্ছি মেয়েদের মতো পুরুষ মেলে না । তোমাদের গানের দল আছে তো ? দ্বিতীয়া । হা, তারা এল বলে । ২ । তোমাদের উমির্চাদের মেয়ে ? তৃতীয়া। সেই তো সব দল ডেকে আনছে। ২ । নন্দপল্লীর উপযুক্ত মেয়ে বটে। সেদিন ৰিতস্তার ঘাটে আমাদের করমচাঁদ গিয়েছিলেন তাকে গোটা দুয়েক মিঠে কথা বলতে । কঙ্কণের এক ঘা খেয়েই मूर्ष बक । প্রথম । জান না বুঝি, সে বলেছে বেত্রবর্তী নাম নেবে— কুমার মহারাজের সিংহাসনের পশ্চাতে থাকবে তার পরিচারিকা হয়ে । ১। দাদা, তা হলে আমি ছাগল-চরানোর ব্যাবসা ছেড়ে দিয়ে রাজার ছত্রধর হব । ২ । ওরে বুদ্ধ, এই খানেক আগেই তোকে দোমমা দেখেছি, একমুহূর্তে রাজভক্তি ভরপুর হয়ে উঠল কিলে। ஆ ১ । এক আগুন থেকে আর-এক আগুন জলে |