পাতা:রবীন্দ্র-রচনাবলী (একবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

इब्ल 8X& প্রত্যেক পদক্ষেপের সমষ্টি নিয়ে নৃত্য, কিন্তু একটিমাত্র পদপাতে যদি চু্যতি ঘটে তা হলে সে ক্রটি পদবিক্ষেপের ক্রটি, স্বতরাং সমস্ত নৃত্যেরই ক্রটি । ৯ শ্রাবণ ১৩৩৮ 8 তোমারই কথাটাকে সাধু ভাষার ছনেও আমরা তোমারি’ বলে গণ্য করি। এমন একদিন ছিল যখন করা হত না। আমিই প্রথমে এটা চালাই । ‘একটি’ শব্দকে সাধু ভাষায় তিন মাত্রার মর্যাদা যদি দেও তবে ওর হসন্ত হরণ করে অত্যাচারের দ্বারা সেটা সম্ভব হয়। যদি হসন্ত রাখ তবে দ্বৈমাত্রিক বলে ওকে ধরতেই হবে। যদি মাছের উপর কবিতা লেখার প্রয়োজন হয় তবে ‘কাংলা’ মাছকে কণ-ত-লা উচ্চারণের জোরে সাধুত্বে উত্তীর্ণ করা আর্যসমাজি শুদ্ধিতেও বাধবে । তুমি কি লিখতে চাও— | পাতলা করিয়া কাটো কাতলা মাছেরে, উৎসুক নাতনী ষে চাহিয়া আছে রে । আর আমি যদি লিখি– পাৎলা করি কাটো প্রিয়ে কণংলা মাছটিরে টাটুকা করি দাও ঢেলে সৰ্বষে আর জিরে, ভেটকি যদি জোটে তাহে মাখো লঙ্কাবাটা, যত্ন করে বেছে ফেলো টুকরো যত কাটা । আপত্তি করবে কি । “উই যদি দুই মাত্রায় পদক্ষেপ করতে পারে তবে ‘একটি কী দোষ করেছে। ‘জনগণমন-অধিনায়ক’ সংস্কৃত ছন্দে বাংলায় আমদানি । १ डांक >७et> ছন্দ সম্বন্ধে তুমি অতিমাত্র সচেতন হয়ে উঠেছ। শুধু তাই নয়, কোনোমতে নতুন ছন্দ তৈরি করাকে তুমি বিশেষ সার্থকতা বলে কল্পনা কর। আশা করি, এই অবস্থা একদিন তুমি কাটিয়ে উঠবে এবং ছন্দ সম্বন্ধে একেবারেই সহজ হবে তোমার মন। আজ তুমি ভাগবিভাগ করে ছন্দ যাচাই করছ, প্রাণের পরীক্ষা চলছে দেহব্যবচ্ছেদ করে। যারা ছান্দসিক তাদের উপর এই কাটাছেড়ার ভার দাও, তুমি যদি