পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তি-পথে ૨ (? নীহার–আজ্ঞে, এখন না। আমি বেকার । সহায়হীন, সম্বলহীন । বিপিন—বাজে, বাজে, ষোলো আনাই বাজে। শতকরা একশো ভাগ অপদার্থ। ঐ পথ দিয়ে সরে পড়ন । আমার অনেক কাজ। [ নীহারের প্রস্থান ] আমাদের কৃষ্টি-সাধন সমিতির অপমান । বিনে চাদায় ইনি সভ্য হতে চান ! একি দাতব্য চিকিৎসালয় যে যিনিই আসবেন, তিনিই অমনি ঢকু ঢক্‌ করে বিনে পয়সায় খানিকট sever mixture Co. যাবেন ? দেখি, ঐ আবার একজন আসছেন। দিলীপ—উনি গান গাইতে গাইতে যখন আসছেন, তখন নিশ্চয়ই আমার কবিতা-বিভাগেই আসবেন । আপনারা চুপ করে থাকুন —সঙ্গীতের সঙ্গে নৃত্য। কী সুন্দর । কী সুন্দর !! ভাবে ঢুলু ঢুলু আঁখি । [জীবন-বীমার দালালের নিযুক্ত একজন লোকের একখানি বড় বিজ্ঞাপন হস্তে গাহিতে গাহিতে প্রবেশ ] গণন গাও জীবন-বীমার গান সন্ধ্যা সকাল, দুপুর বিকাল আনন্দে আৰ্টখান ; গাও জীবন-বীমার গান। জীবন থাকৃতে ও ভোলা মন, বীমার পায়ে লওহে শরণ, ধৰ্ম্ম অর্থ মোক্ষ কাম জীবন-বীমার দান, গাও জীবন-বীমার গান ।