পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তি-পথে २> ২য় সভ্য—হয়েছে, হয়েছে, আর না। ধরা পড়ে গেছ বাব ! ষোল অানাই নকল । ১ম সভ্য—কী ! এ আমার মৌলিক রচনা, নকল হবে কেন ? ২য় সভ্য-আলবৎ নকল । এ যে সত্যেন্দ্রনাথের অম্বল-সম্বর কাব্য । ১ম সভ্য—চুপ, আর না। ঐ একজন ভদ্রলোক আসছেন। হয় ত আমাদের বিভাগেই আসছেন। [ নীহার বাবুর প্রবেশ ] নীহার—আমি বেকার। সাইন বোর্ড দেখে বোধ হচ্ছে এটা একটা বেশ বড় রকমেরই অফিস। দেখি, যদি ভাগ্যে থাকে— ১ম—আসুন, আমুন। এক্ষুণি আমাদের প্রত্যেক বিভাগের কৰ্ম্মকৰ্ত্তারা এসে পড়বেন। একটু বস্থন । নীহার—তা বেশ, আমি একটু বসি । [ উপবেশন করিলেন ] [ দিলীপ, বিপিন ও সরোজ বাবুর প্রবেশ। তাহারা স্ব স্ব বিভাগে যাইয়া উপবেশন করিলেন ] দিলীপ— (নীহারকে দেখিয়া) আপনাকে নূতন দেখছি। আপনি কি আমাদের কাব্য-বিভাগে আসতে চান ? নীহার—(স্বগত: ) সে আবার কি ? কাব্য-বিভাগটা কি ? বিপিন—তবে কি ভাষা-সংস্কার-বিভাগে আসবেন ? নীহার—আপনাদের আফিসে আর কোন বিভাগে চাকুরি খালি আছে,—সেটা আমার জানা দরকার। সরোজ—এই যে, আপনি দর্শন-বিভাগে আসুন। নীহার—(স্বগতঃ) তা মন্দ নয়। এ বিভাগের কাজ হয় ত বেশ ভালই