পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আজকাল বাঙ্গলা দেশের স্কুল-কলেজে সঙ্গীত, আবৃত্তি ও অভিনয়ের বিশেষ প্রসার দেখা যাইতেছে। বালকগণের জড়তা ও সঙ্কোচ অনেক ক্ষেত্রেই তাহাদের উন্নতির অন্তরায়।

এই নাটিকাখানি স্ত্রী-ভূমিকা-বর্জিত। পৌরাণিক ও ঐতিহাসিক নাটকের ন্যায় জাঁঁকাল বেশ-ভূষার কোনও প্রয়োজন নাই। ইহার বিষয়-বস্তুও অতি সাধারণ। অর্থনীতির দিক দিয়া বর্ত্তমান শিক্ষার ব্যর্থতা ও তাহার সমাধানের কিঞ্চিৎ আভাস এই নাটিকায় স্থান পাইয়াছে। ইতি—

শ্রীগোপীপদ চট্টোপাধ্যায়