পাতা:কিশোর কিশোরী - চিত্তরঞ্জন দাশ.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আভাষ

অনন্ত কালের লীলা নহে একদিনে!
সৃষ্টির প্রথম হ’তে চির প্রসারিত
মোর বাহু দুটি, জন্ম জন্ম করি ভেদ
বিদ্ধ করি ব্যাপ্ত করি যুগ যুগান্তর!
তারি আলিঙ্গন মাঝে, ধরা প’ড়ে গেলে
সেই দিন! যেন কোন্‌ মহাদেবতার
মহা-মিলনের তরে মিলেছি আমরা!—
যুগে যুগে জনমে জনমে বার বার!
তাই সন্ধ্যাকাশতলে উঠিলে ফুটিয়া;
ফোটনি ফোটনি প্রাণ, শুধু একদিনে।

৬৫