পাতা:কিশোর কিশোরী - চিত্তরঞ্জন দাশ.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তিনের কথা


সেই যে মুহূর্ত্ত মোর, তুমি মূর্ত্তি তার!
নহ মিথ্যা! সত্য তুমি! সত্য রূপাধার!
সত্যই সে দিন আমি নয়নে হেরেছি,—
সত্যই পরাণ ভ'রে পরাণে তুলেছি!

অখণ্ড সুন্দর তনু মধুর গম্ভীর,
রূপ রস গন্ধ ভরা আত্মার মন্দির!
পদতলে কলকলে কাল উর্ম্মিমালা
শিরে কোন্ দেবতার নিত্য দীপ জ্বালা।

৪২