পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোলপুর وه د رید قاrraffکه র-১১২ গীতাঞ্জলি পরান আমার কেঁদে বেড়ায় ছরস্ত বাতাসে । অামায় কেন বসিয়ে রাখ এক স্বারের পাশে । Sq কোথায় আলো, কোথায় ওরে আলে৷ বিরহানলে জালো রে তারে জালো । রয়েছে দীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা— ইহার চেয়ে মরণ সে যে ভালো । বিরহানলে প্রদীপখানি জালো । বেদনাদূতী গাহিছে, ‘ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান । নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান । তোমার লাগি জাগেন ভগবান ।” গগনতল গিয়েছে মেঘে ভরি, বাদল-জল পড়িছে ঝরি ঝরি । এ ঘোর রাতে কিসের লাগি পরান মম সহসা জাগি এমন কেন করিছে মরি মরি। বাদল-জল পড়িছে ঝরি ঝরি । বিজুলি শুধু ক্ষণিক আভা হানে, নিবিড়তর তিমির চোখে আনে। S*