পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাহির আমার বাহিরে মিশাক, দেখা দিক মম অন্তরতম অখণ্ড আকারে । వల যেথায় তোমার লুট হতেছে ভুবনে সেইখানে মোর চিত্ত যাবে কেমনে । সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা, অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে । সেইখানে মোর চিত্ত যাবে কেমনে । যেথায় তুমি বস দানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে । নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে, সেথা কি ডাক পড়বে না গো জীবনে । সেইখানে মোর চিত্ত যাবে কেমনে । ৮ আষাঢ় ১৩১৭ సె 9 ফুলের মতন আপনি ফুটাও গান, হে আমার নাথ, এই তো তোমার দান ওগো সে ফুল দেখিয়৷ আনন্দে আমি ভাসি, আমার বলিয়া উপহার দিতে আসি, তুমি নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি, র প্রভু রাখো মোর অভিমান। ዓ¢