পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাঞ্জলি । কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে, সকল ভাবে সকল কাজে পাষাণ-গালা সুধা ঢেলে— নয়ন-ভুলানো এলে । শাস্তিনিকেতন ৭ ভান্দ্র ১৩১৫ S 8 জননী, তোমার করুণ চরণখানি হেরিকু আজি এ অরুণকিরণ রূপে । জননী, তোমার মরণহরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে । তোমারে নমি হে সকল ভুবন-মাঝে, তোমারে নমি হে সকল জীবন-কাজে ; তনু মন ধন করি নিবেদন আজি ভক্তিপাবন তোমার পূজার ধূপে । জননী, তোমার করুণ চরণখানি হেরিকু আজি এ অরুণকিরণ রূপে । >Wう> ○ S @ জগৎ জুড়ে উদার স্বরে আনন্দগান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে । বাতাস জল আকাশ আলো -সবারে কবে বাসিব ভালো, হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে । S&