পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

荣心移 শাস্তিনিকেতন ১৭ আশ্বিন ১৩২১] প্রভাত রবীন্দ্র-রচনাবলী (6 مقا ফুল তো আমার ফুরিয়ে গেছে, শেষ হল মোর গান— এবার প্রভু, লও গো শেষের দান । অশ্রজলের পদ্মখানি চরণতলে দিলাম আনি – ওই হাতে মোর হাত ফুটি লও, ল ও গো অামার প্রাণ । এবার প্রভু, লও গে। শেষের দান । ঘুচিয়ে লও গো সকল লজ্জা, চুকিয়ে লও গো ভয়। বিরোধ অামার যত অাছে সব করে লও জয় । লও গো অামার নিশীথরাতি, লও গে৷ আমার ঘরের বাতি, লও গো অামার সকল শক্তি— সকল অভিমান । এবার প্রভু, লও গে। শেষের দান । \()ხ তোমার ভুবন মৰ্মে আমার লাগে । তোমার আকাশ অসীম কমল অস্তরে মোর জাগে । এই সবুজ এই নীলের পরশ সকল দেহ করে সরস—