পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতালি রক্ত আমার রঙিয়ে আছে তব অরুণরাগে । আমার মনে এই শরতের । আকুল অালোখানি এক পলকে অানে যেন বহুযুগের বাণী । নিশীথরাতে নিমেষহারা । তোমার যত নীরব তারা এমন করে হৃদয় দ্বারে অামায় কেন মাগে । শাস্তিনিকেতন ১৭ আশ্বিন ১৩২১] প্রভাত Sసె তোমার কাছে এ বর মাগি মরণ হতে যেন জাগি গানের স্বরে । যেমনি নয়ন মেলি, যেন মাতার স্তন্যসুধা-হেন নবীন জীবন দেয় গো পূরে গানের স্বরে । সেথায় তরু তৃণ যত মাটির বঁাশি হতে ওঠে গানের মতো । আলোক সেথা দেয় গো আনি আকাশের আনন্দবাণী, হৃদয়-মাঝে বেড়ায় ঘুরে গানের স্বরে। শাস্তিনিকেতন ১৭ আশ্বিন ১৩২১] সন্ধ্যা ২৬৫