পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিক। আলোড়নে ধ্যান তার অস্বচ্ছ আবিল, হারালো সে মিল পূজাগন্ধী নন্দনের পারিজাত-সাথে শান্তিহীন রাতে । হেথা স্বন্দরের কোলে স্বর্গের বীণার স্বর ভ্ৰষ্ট হল বলে উদ্ধত হয়েছে উর্ধের্ব বীভৎসের কোলাহল, কৃত্রিমের কারাগারে বন্দীদল গর্বভরে শৃঙ্খলের পূজা করে । দ্বেষ ঈর্ষা কুৎসার কলুষে আলোহীন অস্তরের গুহাতলে হেথা রাখে পুষে ইতরের অহংকার— গোপন দংশন তার ; অশ্লীল তাহার ক্লিন্ন ভাষা সৌজন্যসংযমনাশা। দুৰ্গন্ধ পঙ্কের দিয়ে দাগ মুখোশের অন্তরালে করে শ্লাঘা ; স্বরঙ্গ খনন করে, ব্যাপি দেয় নিন্দা ক্ষতি প্রতিবেশীদের ঘরে ঘরে ; এই নিয়ে হাটে বাটে বাক কটাক্ষের ব্যঙ্গভঙ্গী, চতুর বাক্যের কুটিল উল্লাস, ক্রুর পরিহাস । এর চেয়ে আরণ্যক তীব্র হিংসা সেও শতগুণে শ্রেয় । ছদ্মবেশ-অপগত শক্তির সরল তেজে সমুম্ভত দাবাগ্নির মতো ሕ»ዓ