পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষরক্ষা S86. নিৰায়ণ। তোর শাসনের জালায় আমি আর বাচি নে। চাণক্যের শ্লোক জানিস তো ? প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রে মিত্রবদাচরেং। তা আমার কি সে বয়ল পেরোয় নি ? * [ ইন্দুর প্রস্থান নিবারণ । ( ভূত্যের প্রতি ) বাবুদের ডেকে নিয়ে আয়। চন্দ্রকান্ত বিনোদবিহারী ও গদাইয়ের প্রবেশ নিবারণ। এই যে চন্দ্রবাবু! আসতে আজ্ঞা হোক। আপনারা সকলে বস্থন । ওরে, তামাক দিয়ে যা। চন্দ্রকাস্ত । আজ্ঞে না, তামাক থাক্ । নিবারণ। তা, ভালো আছেন চন্দ্রবাৰু ? চন্দ্ৰকান্ত। আঙ্গে ই, আপনার আশীর্বাঙ্গে একরকম আছি ভালো । নিবারণ। আপনাদের কোথায় থাকা হয় ? বিনোদ । আমরা কলকাতাতেই থাকি । চন্দ্রকাস্ত । মহাশয়ের কাছে আমাদের একটি প্রস্তাব আছে । নিবারণ । ( শশব্যস্ত হইয়া ) কী বলুন। 寧 চন্দ্রকান্ত । মহাশয়ের ঘরে আদিত্যবাবুর ষে অবিবাহিত কন্যাটি আছেন তার জন্তে একটি সংপাত্র পাওয়া গেছে। যদি অভিপ্রায় করেন— নিবারণ । অতি উত্তম কথা । পত্রিটি কে ? চন্দ্রকান্ত। বিনোদবিহারীবাবুর নাম শুনেছেন বোধ করি। নিবারণ। বিলক্ষণ ! তা আর শুনি নি । তিনি আমাদের দেশের একজন প্রধান লেখক । ‘জ্ঞানরত্নাকর’ তো তারি লেখা ? চন্দ্রকান্ত । আজ্ঞে না । সে বৈকুণ্ঠ বসাক বলে একটি লোকের লেখা। নিবারণ। তাই বটে। আমার ভুল হয়েছে। তবে ‘প্রবোধলহরী’ ? আমি ঐ দুটোতে বরাবর ভুল করে থাকি । চজকান্ত । আজ্ঞে না । ‘প্রবোধলহরী তার লেখা নয়। সেটা কার বলতে পারি নে। নিবারণ। তবে তার একখানা বইয়ের নাম করুন দেখি । চক্সকান্ত । ‘কাননকুমূমিকা’ দেখেছেন কী ? নিবারণ। ‘কাননকুস্থমিকা' ! না, দেখি নি। নামটি অতি স্থললিত। বাংলা