পাতা:বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুন ৩, ২০১২.pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুন ৩, ২০১২ ৮৪৩৭৫


(৭) উপ-বিধি (খ) এর অধীন আবেদন প্রাপ্তির পর, সরকার

(ক) আবেদনটি নিষ্পত্তির জন্য প্রয়োজনে আবেদনকারী বা পরিচালককে অতিরিক্ত তথ্য বা কাগজপত্রাদি ৭ (সাত) কার্য দিবস এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মতামত/সুপারিশ ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে দাখিল করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে; এবং

(খ) দফা (ক) এর বিধান সাপেক্ষে, আবেদনপত্রের সহিত সংযুক্ত প্রতিবেদন, এই বিধিমালা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি বিবেচনাপূর্বক ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে আবেদনটি অনুমোদন করিবে অথবা অননুমোদন করিবে এবং উক্তরূপ সিদ্ধান্তের অনধিক ২০ (বিশ) কার্য দিবসের মধ্যে আবেদনকারী বরাবর লাইসেন্স বা ইজারা মঞ্জুর করিতে অথবা যুক্তিসঙ্গত কারণ উল্লেখপূর্বক লাইসেন্স বা ইজারা নামঞ্জুর করিবার সিদ্ধান্ত আবেদনকারীকে অবহিত করিবার জন্য পরিচালক এর নিকট ফেরত পাঠাইবে।

(৮) তিন পার্বত্য জেলাসমূহের ক্ষেত্রে,

(ক) সিলিকা বালু, সাধারণ পাথর এবং বালু মিশ্রিত পাথর এর কোয়ারী ইজারার আবেদনপত্র প্রাপ্তির পর জেলা প্রশাসক বা তদকর্তকৃ ক্ষমতাপ্রদত্ত কোন কর্মকর্তা উক্ত আবেদনপত্রের উপর তারিখ এবং সময় উল্লেখসহ স্বাক্ষর এবং দাপ্তরিক সীল প্রদান করিবে এবং আবেদন প্রাপ্তির পর আবেদনকারীকে উহার প্রাপ্তিস্বীকারপত্র প্রদান করিবেন;

(খ) জেলা প্রশাসক দফা (ক) এর অধীন প্রদত্ত আবেদনপত্রসমূহ পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ ইজারাগ্রহীতা নির্বাচনের জন্য আবেদনসমূহ জেলা কমিটির নিকট প্রেরণ করিবেন;

(গ) দফা (খ) এর অধীন আবেদন প্রাপ্তির পর জেলা কমিটি উহা পরীক্ষা-নিরীক্ষা করিবেন এবং সুপারিশসহ ইজারা মঞ্জুরের জন্য পরিচালকের নিকট প্রেরণ করিবেন;

(ঘ) উপ-বিধি (৮) (গ) এর অধীন সুপারিশসহ আবেদনসমূহ প্রাপ্তির পর, পরিচালক আবেদনকারীকে ইজারা অনুমোদনের বিষয় জানাইয়া পত্র জারী করিবেন এবং এইরূপ পত্র জারীর ১৫ (পনের) দিন সময়সীমার মধ্যে তাহাকে কোয়ারী ইজারামূল্য জমা প্রদানের জন্য নির্দেশ দিতে পারিবেন; এবং

(ঙ) আবেদনকারী কর্তকৃ কোয়ারী ইজারামূল্য জমা দেওয়ার পর জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে পরিচালক কোয়ারী ইজারা মঞ্জুর করিবেন।

ব্যাখ্যা ঃ “পার্বত্য জেলা” অর্থ-রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা।