পাতা:বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুন ৩, ২০১২.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৪৩৭৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুন ৩, ২০১২ ১৫০ । লাইসেন্স বা ইজারার অধিকার বাতিল ।—পরিচালক কতৃক কোন এলাকার জন্য অনুসন্ধান লাইসেন্স বা ইজারার আবেদন মঙুরের আদেশ প্ৰদানের তিন মাসের মধ্যে এই বিধিমালার অধীন লাইসেন্স বা ইজারা চুক্তি সম্পাদিত না হইলে আবেদনকারীর অনুরুপ লাইসেন্স বা ইজারার অধিকার খর্ব হইয়াছে বলিয়া গণ্য হইবে এব আবেদনকারী কতৃক জমাকৃত জামানতের অৰ্থ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে । ১১ । সমৰ্পণের অধিকার । —এই বিধিমালার অধীন লাইসেন্সগ্রহীতা বা ইজারাগ্ৰহীতা তাহার লাইসেন্স বা ইজারার মেয়াদ উত্তীৰ্ণ হইবার পূৰ্বে তাহার লাইসেন্স বা ইজারা সমৰ্পণ করিতে পারবেন; তবে কোন সমৰ্পণ কাৰ্যকর হইবে না যতক্ষণ না পরিচালকের নিকট অনুসন্ধান লাইসেন্সের ক্ষেত্রে ০২ (দুই) মাসের আমি নোটিশ, কোয়ারী ইজারার ক্ষেত্রে ০১(এক) মাসের আমি নোটিশ এবং খনি ইজারার ক্ষেত্রে ০৬ (ছয়) মাসের অগ্ৰিম নোটিশ প্ৰদান করা হয় এবং লাইসেন্স বা ইজারা বাবদ সকল মূল্য পরিশোধ করা হয় এবং সকল বাধ্যবাধকতা পূরণ করা হয়। ১২। স্বত্ব নিয়োগ বা হস্তান্তর |—(১) পরিচালকের পূর্বানুমতি ব্যতিরেকে কোন লাইসেন্স বা ইজারার স্বত্ব নিয়োগ (assign) বা হস্তান্তর করা যাইবে না; এবং (২) পরিচালক সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে এইরুপ সন্মতি প্ৰদান করিবেন না। ১৩ । স্বত্ব নিয়োগ পদ্ধতি, ইত্যাদি —(১) লাইসেন্সগ্রহীতা বা ইজারাগ্রহীতা তাহার লাইসেন্স বা ইজারার স্বত্ব নিয়োগ (assign) বা হস্তান্তর করিতে আগ্রহী হইলে তিনি লিখিতভাবে পরিচালকের নিকট নিয়মবৰ্ণিত তথ্য ও কাগজপত্ৰাদিসহ আবেদন করবেন, যথা ৪— (ক) অনুসন্ধান লাইসেন্সের ক্ষেত্ৰে ২০,০০০ (বিশ হাজার) টাকা বা কোয়ারী ইজারার ক্ষেত্ৰে ৩০,০০০ (ত্ৰিশ হাজার) টাকা বা খনি ইজারার ক্ষেত্ৰে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ফি ১/৪২৪১/০ /২৬৮১ হিসাব খাত নং এ জমা প্ৰদানপূর্বক ট্ৰেজারী চালানের মূল কপি; (খ) হস্তান্তরগ্রহীতা ব্যক্তি হইলে তাহার নাম, ব্যবসার প্রধান কাৰ্যালয়ের ঠিকানা এবং জাতীয়তা; এবং (গ) হস্তান্তরগ্রহীতা কোম্পানী হইলে উহার নাম, এবং বাংলাদেশে নিবন্ধিত ঠিকানা বা হস্তান্তরগ্রহীতা ফাৰ্ম হইলে উহার নাম, এবং ব্যবসার প্রধান কাৰ্যালয়ের ঠিকানা (২) উপ-বিধি (১) এর অধীন আবেদনপ্ৰাপ্তির পর পরিচালক প্রয়োজনে প্ৰস্তাবিত হস্তান্তর বা স্বত্বাধিকারী নিয়োগ এর বিষয়ে অতিরিক্ত তথ্য চাহিতে পারবেন এবং আবেদন বিবেচনার জন্য তিনি উহাতে সন্মতি প্ৰদান করিবেন বা যথাযথ কারণ উল্লেখসহ লিখিতভাবে আবেদন নাকচ করিবেন। (৩) পরিচালক এইরুপ সন্মতি প্ৰদান করিলে, তিনি আবেদনটি সরকারের নিকট অগ্রবতী করিবেন এবং সরকার আবেদন বিবেচনা করিবার পর অনুমোদন বা অননুমোদন করিতে পারিবে ।