পাতা:বাংলাদেশ গেজেট, এপ্রিল ২১, ২০১৬ (১ম খণ্ড).pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম খ- ] বাংলাদেশ গেজেট, এপ্রিল ২১, ২০১৬ ২৬৯ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখা প্রজ্ঞাপন তারিখ, ২৯ পৌষ ১৪২২/১২ জানুয়ারি ২০১৬ নং ৩৮.০০৮.০৩৪.০০.০০.০১০.২০১৪-২৬  চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ‘উত্তর গুজরাহ ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘উত্তর গুজরাহ ঈদগাহ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হল। ২। জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং তা অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জাজরীন নাহার সিনিয়র সহকারী সচিব (বিদ্যালয়-২)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ উপজেলা-২ শাখা প্রজ্ঞাপন তারিখ, ২৯ পৌষ ১৪২২/১২ জানুয়ারি ২০১৬ নং ৪৬.০৪৬.০২৭.০০.০০.৩৭৩.২০১২-৮৭  যেহেতু, জনাব এ, টি, এম নুরুল বশর চৌধুরী, চেয়ারম্যান, কুতুবদিয়া উপজেলা পরিষদ, কক্সবাজার এর বিরুদ্ধে দায়েরকৃত কুতুবদিয়া থানার মামলা নং-০৮, তারিখ ২২-০৭-২০১৩ খ্রিঃ এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে; যেহেতু, বিজ্ঞ আদালত কর্তৃক জনাব এ, টি, এম নুরুল বশর চৌধুরী, চেয়ারম্যান, কুতুবদিয়া উপজেলা পরিষদ, কক্সবাজার-এর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি মর্মে সরকার মনে করে; সেহেতু, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩খ(১) ধারা অনুসারে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ, টি, এম নুরুল বশর চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হ’ল। এ আদেশ জনস্বার্থে জারি করা হ’ল এবং অবিলম্বে তা কার্যকর হবে। লুৎফুন নাহার সিনিয়র সহকারী সচিব। শিক্ষা মন্ত্রণালয় শাখা-৯ (কলেজ-৪) প্রজ্ঞাপনসমূহ তারিখ, ২৪ চৈত্র ১৪২২/৭ এপ্রিল ২০১৬ নং ৩৭.০০.০০০০.০৭০.০৯.০০১.২০১৪-৬৩৮  কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাধীন ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ’ ২৭ মার্চ ২০১৬ তারিখ হতে জাতীয়করণ করা হ’ল। শর্ত থাকে যে, উক্ত কলেজে আত্তীকৃত শিক্ষকবৃন্দ অন্যত্র বদলি হতে পারবেন না। তারিখ, ২৮ চৈত্র ১৪২২/১১এপ্রিল ২০১৬ নং ৩৭.০০.০০০০.০৭০.০২.০৩২.২০১৫-৬৪০  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন ‘মুকসুদপুর কলেজ’ ২৭ মার্চ ২০১৬ তারিখ হতে জাতীয়করণ করা হ’ল। শর্ত থাকে যে, উক্ত কলেজে আত্তীকৃত শিক্ষকবৃন্দ অন্যত্র বদলি হতে পারবেন না। নং ৩৭.০০.০০০০.০৭০.০২.০২৬.২০১৫-৬৪৪  ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন ‘কাজী মাহবুব উল্লাহ (কে এম) কলেজ’ ৩০ মার্চ ২০১৬ তারিখ হতে জাতীয়করণ করা হ’ল। শর্ত থাকে যে, উক্ত কলেজে আত্তীকৃত শিক্ষকবৃন্দ অন্যত্র বদলি হতে পারবেন না। নং ৩৭.০০.০০০০.০৭০.০৯.০০৯.২০১৪-৬৫০  বাগেরহাট জেলার মোংলা উপজেলাধীন ‘মোংলা কলেজ’ ৩০ মার্চ ২০১৬ তারিখ হতে জাতীয়করণ করা হ’ল। শর্ত থাকে যে, উক্ত কলেজে আত্তীকৃত শিক্ষকবৃন্দ অন্যত্র বদলি হতে পারবেন না। তারিখ, ৩০ চৈত্র ১৪২২/১৩ এপ্রিল ২০১৬ নং ৩৭.০০০০.০৭০.০২.০২.০৩১.২০১৫-৬৫৪  বরগুনা জেলার আমতলী উপজেলাধীন ‘আমতলী ডিগ্রী কলেজ’ ০৭ এপ্রিল ২০১৬ তারিখ হতে জাতীয়করণ করা হ’ল। শর্ত থাকে যে, উক্ত কলেজে আত্তীকৃত শিক্ষকবৃন্দ অন্যত্র বদলি হতে পারবেন না।

রাষ্ট্রপতির আদেশক্রমে  নাছিমা খানম  সিনিয়র সহকারী সচিব।