পাতা:বাংলাদেশ গেজেট, এপ্রিল ২১, ২০১৬ (১ম খণ্ড).pdf/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৮ বাংলাদেশ গেজেট, এপ্রিল ২১, ২০১৬ [ ১ম খ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শাখা জামস প্রজ্ঞাপনসমূহ তারিখ, ১৯ জানুয়ারি ২০১৬ নং মশিবিম/শা-জামস/জেঃ কমিটি-৭/৯৯(অংশ-৪)/০২  জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ (১৯৯১ সনের ৯নং আইন) এর ১০(১) ধারা মোতাবেক জেলা প্রশাসক, ময়মনসিংহ এর সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত ব্যক্তিগণকে জাতীয় মহিলা সংস্থার ময়মনসিংহ জেলা কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হলো : ক্রঃ নং সংশ্লিষ্ট ধারা সদস্য শ্রেণী নাম ও ঠিকানা পদবী (১) ১০(১)(ঘ) সমাজসেবী জনাব রোকেয়া বেগম, সহকারী অধ্যাপক (বাংলা), টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ), ময়মনসিংহ। সদস্য (২) ১০(১)(ঙ) শিক্ষিকা জনাব ফাতেমা জোহুরা রাণী, স্বামী- আমিনুল ইসলাম তারা, সাং-১৩৫, আর কে মিশন রোড, সদর, ময়মনিসংহ। চেয়ারম্যান (৩) ১০(১)(ছ) বিশিষ্ট মহিলা জনাব মনিরা বেগম, সাধারণ সম্পাদক, মহিলা পরিষদ, ময়মনসিংহ শাখা। সদস্য (৪) ১০(১)(ছ) বিশিষ্ট মহিলা জনাব শামসুন আরজু, স্বামী-মোঃ হামিদুর রহমান, সাং-সুতিয়াখালী (উকিলবাড়ী), ভাবখালী, সদর, ময়মনসিংহ। সদস্য (৫) ১০(১)(ছ) বিশিষ্ট মহিলা জনাব সাহেরা পারভীন মিনু, স্বামী-আলহাজ ^ আফাজ উদ্দিন সরকার, সাং-আকুয়া মড়লবাড়ী, সদর, ময়মনসিংহ। সদস্য ২। উপরোল্লিখিত সদস্যগণের মধ্য হতে ২নং ক্রমিকের জনাব ফাতেমা জোহুরা রাণী উক্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ৩। কমিটির মনোনীত চেয়ারম্যান ও বর্ণিত সদস্যগণ ১২-০৮-২০১৫ তারিখ হতে দু’ বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকবেন। তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বে কোন কারণ না দর্শিয়ে, তাঁদের পদ থেকে অপসারণ করতে পারবে এবং তাঁরাও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যে কোন সময় স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। নং মশিবিম/শা-জামস/জেঃ কমিটি-৭/৯৯(অংশ-৪)/০৩  জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ (১৯৯১ সনের ৯নং আইন) এর ১০(১) ধারা মোতাবেক জেলা প্রশাসক, পটুয়াখালী এর সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত ব্যক্তিগণকে জাতীয় মহিলা সংস্থার পটুয়াখালী জেলা কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হলো : ক্রঃ নং নাম পদবী ঠিকানা (১) বেগম কাজী কানিজ সুলতানা হেলেন, স্বামীঃ জাহিদ হোসেন তালুকদার চেয়ারম্যান ৮নং লেন, সবুজবাগ, পটুয়াখালী (২) মোসাম্মৎ সাহিদা বেগম (কাজী লীলা), শিক্ষিকা, স্বামীঃ আঃ রাজ্জাক সদস্য কাজী আব্দুল মতলেব, মৌকরণ কাজী বাড়ী, ইউনিয়ন: লাউকাঠি, পটুয়াখালী সদর। (৩) জনাব জাকিয়া সুলতানা বেবি, স্বামীঃ মোঃ সিরাজুল ইসলাম খান সদস্য খান ম্যানশন,ফায়ার সার্ভিস রোড, পটুয়াখালী। (৪) মোর্শেদা জাহান লিপি, স্বামীঃ মোঃ বখতিয়ার উদ্দিন সদস্য আদালত পাড়া, পটুয়াখালী। (৫) জনাব হাসিনা বেগম, স্বামীঃ মোঃ দেলোয়ার হোসেন সদস্য সবুজবাগ, পুকুরপাড়, পটুয়াখালী। ২। উপরোল্লিখিত সদস্যগণের মধ্য হতে ১নং ক্রমিকের বেগম কাজী কানিজ সুলতানা হেলেন উক্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ৩। কমিটির মনোনীত চেয়ারম্যান ও বর্ণিত সদস্যগণ ৩১-০৮-২০১৫ তারিখ হতে দু’ বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকবেন। তবে শর্ত থাকবে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বে কোন কারণ না দর্শিয়ে, তাঁদের পদ থেকে অপসারণ করতে পারবে এবং তাঁরাও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যে কোন সময় স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে  দিলীপ কুমার দেবনাথ  সহকারী সচিব।