পাতা:বাসন্তিকা - মনীন্দ্রনাথ সিংহ.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বাসন্তিকা
শীতা। (অট্টহাস্যে)—হাঃ, হাঃ, হাঃ, তুমি আমায় অভিশাপ দিয়েছিলে মনে পড়ে রাজা!
রাজা। হাঁ, তুমি তার প্রতিশোধও কম নাও নি শীতা।
শীতা। প্রতিশোধ! হাঁ, নিয়েছি, তুমি আমায় অভিশাপ দিয়েছিলে যে আমার আগমনে ধরার বুকে কোন স্পন্দন জাগ্‌বে না, তোমার সে অভিশাপ আমি ব্যর্থ কোরেছি, কিন্তু তৃপ্তি তা’তে কতটুকু পেয়েছি রাজা?
রাজা। কেন পাও না শীতা? আমার এ পরাজয়ের গ্লানি কি তোমায় কোন তৃপ্তি দেয় নি?
শীতা। আকস্মিক তৃপ্তি হয়ত পেয়েছিলাম, কিন্তু তা’র মূল্য কতটুকু? রমণীর সহজাত কোমলতা বিসর্জ্জন দিয়ে যে গৌরব আমি ক্রয় কোরেছি, পরে দেখলাম তা’র মূল্য কত হীন, কত হীন, রাজা।
রাজা। সত্যই কি তা’র কোনও মূল্য নাই শীতা?
শীতা। না রাজা, রমণীর কাছে তা’র কোনও মূল্যই নেই। চেয়েছিলাম তোমার মদালস আঁখির চাহনি, তোমার সুকোমল বাহুর আলিঙ্গন, কিন্তু পেলাম শুধু ঘৃণাভরা উপেক্ষা। এই উপেক্ষার আবর্জ্জনায় আমার ডালা সাজাতে হোল। কিন্তু কেন?
রাজা। কেন শীতা?
শীতা। (হঠাৎ)—রাজা তোমার দু’চোখে ছ’রকম ভাষা খেলে কেন?