পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরী পচিশে বৈশাখ রাত্রি হল ভোর । আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে-লেখা লিপিখানি হাতে করে আনি’, স্বারে আসি দিল ডাক পচিশে বৈশাখ । দিগন্তে আরক্ত রবি ; অরণ্যের মান ছায়া বাজে যেন বিষণ্ণ ভৈরবী । শাল-তাল-শিরীষের মিলিত মর্মরে বনাস্তের ধ্যান ভঙ্গ করে । , রক্তপথ শুষ্ক মাঠে, যেন তিলকের রেখা সন্ন্যাসীর উদার ললাটে । এই দিন বংসরে বৎসরে নানা বেশে ফিরে আনসে ধরণীর পরে,— আtতাম্র আম্রের বনে ক্ষণে ক্ষণে সাড়া দিয়ে, তরুণ তালের গুচ্ছে নাড়া দিয়ে, মধ্যদিনে অকস্মাং শুঞ্চপত্রে তাড়া দিয়ে, কখনো বা আপনারে ছাড়া দিয়ে কালবৈশাখীর মত্ত মেঘে বন্ধহীন বেগে । । অার সে একাস্তুে আলে মোর পাশে