পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b”。 ब्रवैोक्ष-ब्रध्नांवलौ স্মৃতির পত্র হতে, থেমে যাক ওর বেদনার গুঞ্জন স্বপ্ত পাখির স্তন্ধ নীড়ের মতো । [ শাস্তিনিকেতন ] ১৩ জানুয়ারি, ১৯৪০ [ ১৩৪৬ ] বিদায় বসন্ত সে যার তো হেসে, যাবার কালে শেষ কুমুমের পরশ রাখে বনের ভালে । তেমনি তুমি যাবে জানি, ঝলক দেবে হাসিখানি, অলক হতে খসবে অশোক নাচের তালে। ভাসান-খেলার তরীখানি চলবে বেয়ে, একলা ঘাটে রইব চেয়ে । অস্তরবি তোমার পালে রঙিন রশ্মি যখন ঢালে কালিমা রয় আমার রাতের অক্তরালে । যাবার আগে উদাস হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, কুড়িয়ে নিয়ে এনেছি তাই লহো কক্ষণ করে । যখন যাব চলে । মালা গাথার আঙুল যেন - * - জামায় স্মরণ করে । ,