পাতা:ক্রমশ ফসিলের মত একটা শব্দ.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুকের মধ্যে চার ভুবন বুকের মধ্যে প্রেমের ত্যাগের দিব্য তপোবন তাই মাঝে মাঝেই মহাযোগী যাজ্ঞবল্ক মুনি, বুকের মধ্যে ভোগবিলাসের সাতমহল রাজপ্রাসাদ তাই মাঝে মাঝে তিন মহিষীর রাজা দশরথ । বুকের মধ্যে বিষের থলি সোনাগাছির সাপের ঝাপি তাই মাঝে মাঝেই বুকে হেঁটে হিমরক্তের বাবু, বুকের মধ্যে জমাট নরক কলকাতারই বস্তি আবর্জন তাই মাঝে মাঝে বোতলবাজ আর খুনখারাপি বোম্বেটে। বুকের মধ্যে চারটি যুগের চার রঙেরই চার ভুবন নাকি একটা বুকের একটা ঘরের চার ফিকিরের চার দেয়াল মালিক হয়ে আলোর নেশায় মাঝে মাঝেই ভাঙি গড়ি দুঃসাহসী বুকখানা ভাড়াট্রিক্স সাজি যখন পাওনা-দেনায় কবর খুড়ি চোরের মতো মাঝরাতে । ©8