পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b'H ब्ररौौट्झ-ब्रछनतंबलौ অনর্থক ব্যস্তত্তশয় ফেরে সবে । আপনার দায়িত্বগৌরবে । রাশি রাশি খুলে উড়ে যায়, রপঞ্জ রাগে # রৌদ্রে গেরুয়া রঙ লাগে । ওদিকে ধানের কল-দিগন্তে কালিমাখুভ্ৰ হাত উর্ধ্বে তুলি, কলম্বিত করিছে প্রভাত। ধান-পচানির গন্ধে বাতাসের রন্ধে রঞ্জে মিশাইছে বিষ । থেকে থেকে রেলগাড়ি মাঠের ওপারে দেয় শিস দুই প্রহরের ঘণ্টা বাজে । সমস্ত এ ছন্দভাঙা অসংগতি-মাঝে সানাই লাগায় তার সারঙের তান । , কী নিবিড় ঐক্যমন্ত্র করিছে সে দান , কোন উদভ্ৰান্তের কাছে, বুঝিবার সময় কি আছে। অরূপের মর্ম হতে সমুচ্ছাসি * উৎসবের মধুচ্ছন্দ বিজ্ঞারিছে বঁাশি । সন্ধ্যাতারা-জালা অন্ধকারে অনন্তের বিরাট পরশ যথা অন্তর-মার্ক্সারে, তেমনি স্বয়ূর স্বচ্ছ স্বর গভীর মধুর অমর্ত লোকের কোন বাক্যের অতীত সত্যবাণী অন্তমন ধরণীর কানে দেয় আনি । নামিতে নামিতে এই আনন্দের ধারা cबमबांब भूह्मांब्र श्झ जांकहांब्री ।