পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শান্তিনিকেতন ৮ জুলাই, ১৯৩৮ নবজাতক এ অবহেলার বেদনা বোঝাতে কোথা হতে খুঁজে আনি हूब्रिव्र जांघांउ शशम नश्छ তেমন সহজ বাণী । কারে কবিত্ব, কারো বীরত্ব, কারো অর্থের খ্যাতি— কেহ-বা প্রজার স্বহৃদ সহায়, কেহ-বী রাজার জ্ঞাতি— তুমি আপনার বন্ধুজনেরে মাধুর্বে দিতে সাড়া, ফুরাতে ফুরাতে রবে তৰু তাহ সকল খ্যাতির বাড়া । ভরা আষাঢ়ের যে মালতীগুলি আনন্দমহিমায় আপনার দান নিঃশেষ করি ধুলায় মিলায়ে যায়— আকাশে আকাশে বাতাসে তাহার আমাদের চারি পাশে তোমার বিরহ ছড়ায়ে চলেছে সৌরভনিশ্বাসে। অস্পষ্ট আজি ফান্ধনে দোলপূর্ণিমারাত্রি, উপছায়-চলা বনে বনে মন আবছা পথের যাত্রী। ঘুম-ভাঙনিয়া জোছনা— কোথা থেকে যেন আকাশে কে বলে, একটুকু কাছে বোসে না।’ ९8