পাতা:রবীন্দ্র-রচনাবলী (একবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 রবীন্দ্র-রচনাবলী মন্ত্রী এসেই দাদার মাথায় চড়িয়ে দিল তাজ, বললে, “যুবরাজ, আর কতদিন রইবে প্রভু, মোতিমহল ত্যেজে ।” বলতে বলতে রামশিঙা আর বাবার উঠল বেজে । ব্যাপারখানা এই— রাজপুত্র তেরো বছর রাজভবনে নেই । সদ্য ক’রে বিয়ে, নাথদোয়ারার সেগুনবনে শিকার করতে গিয়ে তার পরে যে কোথায় গেল খুঁজে না পায় লোক । কেঁদে কেঁদে অন্ধ হল রানীমায়ের চোখ । খোজ পড়ে যায় যেমনি কিছু শোনে কানাযুযায়, খোজে পিণ্ডিদণদনখায়ে, খোজে লালামুলায় । খুঁজে খুঁজে লুধিয়ানায় ঘুরেছে পঞ্চাবে, গুলজারপুর হয় নি দেখা, শুনছি পরে যাবে। চঙ্গীমঙ্গণ দেখে এল সরাই অালমগিরে, রাওলপিণ্ডি থেকে এল হতাশ হয়ে ফিরে । ইতিমধ্যে যোগীনদাদ হাংরাশ জংশনে গেছেন লেগে চায়ের সঙ্গে পাউরুটি-দংশনে । দিব্যি চলছে খাওয়া, ஆ) তারি সঙ্গে খোলা গায়ে লাগছে মিঠে হাওয়া— এমন সময় সেলাম করলে জৌনপুরের চর ; জোড় হাতে কয়, “রাজাসাহেব, কঁহা অাপ কৰ্ণ ঘর ।” দাদা ভাবলেন, সম্মানটা নিতাস্ত জমকালো, আসিল পরিচয়টা তবে না দেওয়াই তো ভালো । ভাবখানা তার দেখে চরের ঘনালো সন্দেহ, এ মাস্থ্যটি রাজপুত্ৰই, নয় কতু আর-কেহ । রাজলক্ষণ এতগুলো একখান এই গায় ওরে বাস রে, দেখে নি সে আরি কোনো জায়গায় ।