পাতা:রবীন্দ্র-রচনাবলী (একবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ আলমোড়া ] ৬ অtষাঢ় ১৩৪৪ Հ ծկթ ছড়ার ছবি পখিক যে জন পথে পথেই পায় সে পৃথিবীকে, মুক্ত সে চৌদিকে । চলার ক্ষুধায় চলতে লে চায় দিনের পরে দিনে অচেনাকেই চিনে । লড়াই ক’রে দেশ করে জয়, বহায় রক্তধারা, ভূপতি নয় তারা । পলে পলে পার স্বারা হয় মাটির পরে মাটি প্রত্যেক পদ হাটি— নাইকে সেপাই, নাইকেল কামান, জয়পতাকা নাছি— আপন বোঝা বাহি অপথেও পথ পেয়েছে, অজানাতে জানা, মানে নাইকো মালা— মরু তাদের, মেরু তাদের, গিরি অভ্ৰভেদী उठां८धग्न दिखब्रटवणेौ । সবার চেয়ে মাস্থ্য ভীষণ সেই মাহুষের ভয় ব্যাঘাত তাদের নয় । তারাই ভূমির বরপুত্র, তাদের ডেকে কই, তোমরা পৃথ্বীজয়ী । আকাশপ্রদীপ অন্ধকারের সিন্ধুতীরে একলাটি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশপানে চেয়ে । মা ষে তাছার স্বর্গে গেছে এই কথা সে জানে, ওই প্রদীপের খেয়া বেয়ে আসবে ঘরের পানে । পৃথিবীতে অসংখ্য লোক, জগণ্য তার পথ, অজানা দেশ কত অাছে অচেনা পর্বত, >>>