পাতা:রবীন্দ্র-রচনাবলী (একবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Ob- রবীন্দ্র-রচনাবলী ঠিক করেছি।’ প্রশাস্তং মাঝে মাঝে ইচ্ছা প্রকাশ করেছেন, যেন আমি নেড়াছন্দে ব্ল্যাঙ্কভার্সে নাটক লিখি । আমি স্পষ্টই দেখলুম, গদ্যে তার চেয়ে ঢের বেশি জোর পাওয়া যায়। পদ্য জিনিসটা সমুদ্রের মতো, তার যা বৈচিত্র্য তা প্রধানত তরঙ্গের ; কিন্তু, গদ্যটা স্থলদৃপ্ত, তাতে নানা মেজাজের রূপ আনা যায়— অরণ্য, পাহাড়, মরুভূমি, সমতল, অসমতল, প্রাস্তর, কাস্তার ইত্যাদি ইত্যাদি ।. ২৩ শ্রাবণ ১৩৩৬ ১৩৩৮ সালের জ্যৈষ্ঠ মাসে “দ্বিতীয় সংস্করণে তপতী কিছু পরিবর্তিত আকারে প্রকাশিত হয়। রচনাবলী সংস্করণে সেই পরিবর্তিত শেষ পাঠ মুদ্রিত হইল । ভূমিকায় নাটকটি অভিনয়ের চেষ্টার যে উল্লেখ আছে সে অভিনয় কবির জোড়াসাকো বাড়িতে ১৯৩৬ সালে হইয়াছিল । বিক্রমের ভূমিকা রবীন্দ্রনাথ স্বয়ং গ্রহণ করিয়াছিলেন । গল্পগুচ্ছ গল্পগুচ্ছের যে সাতটি গল্প রচনাবলীর বর্তমান খণ্ডে মুদ্রিত হইল সেগুলি ১৩•৫ সালে ভারতীতে প্রথম প্রকাশিত হয় ; এই বংলর রবীন্দ্রনাথ ভারতীর সম্পাদক ছিলেন । নিম্নে প্রকাশকাল দেওয়া হইল— দুরাশা বৈশাখ > ○?? পুত্রযজ্ঞ द्वज्जjल्ले ` ථ භූ 6 ডিটেকটিভ আষাঢ় ) రి 6 (t অধ্যাপক ভান্দ্র Sථ o ? রাজটিকা অষ্টি Sు e ? মণিহারা অগ্রহায়ণ 〉○ot দৃষ্টদান পৌষ `ථ ෆ ? পুত্ৰযজ্ঞ’ গল্পটির লেখকের নাম ভারতীর স্বচীপত্রে ‘শ্ৰীসমরেন্দ্রনাথ ঠাকুর’ মুদ্রিত হইয়াছিল। এই প্রসঙ্গে শ্ৰীপুলিনবিহারী সেনকে লিপিত ঐসমরেন্দ্রনাথ ঠাকুরের পত্রের নিম্নমূদ্রিত অংশটুকু প্রণিধানযোগ্য— পুত্ৰযজ্ঞ’ গল্পটি রবীন্দ্রনাথের লিখিত, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি কেবলমাত্র উহার আখ্যান বস্তুটি আমার র্কাচ ভাষায় লিথিয়া ‘খামখেয়ালি’ সভায় ১ রবীন্দ্রসদনে-রক্ষিত একটি পাণ্ডুলিপিতেও নাটকটির নাম ‘সুমিত্রা রহিয়াছে। २ ॐ}2ञांसुष्ठळ भश्लांनक्ञि !