পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় 8ሆፃ সেই আদি ধ্যানমূর্তিটিরে সন্ধান করিছে ফিরে ফিরে রূপকার । অন্তান্ত পাঠান্তর— ‘রক্তিম হিল্লোল’ স্থলে মদির হিল্লোল’ । শাস্ত্রবচনের ঘের’ স্থলে 'বচনের ঘের’। সকলি ফেলিয়া দূরে স্থলে সকলি করিয়া দূর’। পরের ছত্রে 'স্বরে স্থলে 'স্বর’। ‘ভূবনমোহিনী' স্থলে 'ভুবনমোহন’। ‘মর্তের মদিরা-মাঝে স্থলে ‘মর্ত্যের রূপের মাঝে’ । শেষ অংশের ( আদিস্বর্গলোক... সহচরী’ ) পাঠ এইরূপ ছিল— যেন সর্ব পুরুষের নির্বাসিত মন রূপ আর অরূপের ঘটায় মিলন । মনে পড়ে যেন কবে ছিল অন্তলোকে অপূর্ব আলোকে। তারি ছবি আনে ধ্যানে ধরি সেথায় যে ছিল তার চিরসহচরী। নামকরণ (পৃ ১২৭) কবিতার একটি পূর্বতন পাঠ পাণ্ডুলিপি হইতে নিয়ে মুদ্রিত হইল— নামকরণ পাড়ার সবাই তারে ডাকে আদরের নামে সুনয়নী, বানান বদল ক’রে দিয়ে আমি তারে ডাকি শুনায়নী । বাদল-বেলায় গৃহকোণে রেশমে পশমে জামা বোনে, নীরবে অামার লেখা শোনে তাই সে আমার শোনা-মনি। কাব্য বোঝে কি নাই বোঝে, শোনে, তাই ডাকি শুনায়নী ।