পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>器 বুয়েনোস এয়ারিস ২২ নভেম্বর, ১৯২৪ রবীশ্র-রচনাবলী ভিড় যেন না করে তোমার মনের অন্তঃপুরে। সরোবরের পদ্ম তুমি, আপন চারিদিকে মেলে রেখো তরল জলের সরল বিস্ত্রটিকে । গন্ধ তোমার হ’ক না সবার, মনে রেখে তৰু বৃন্ত যেন চুরির ছুরি নাগাল না পায় কন্তু । আমার কথা শুধাও যদি— চাবার তরেই চাই, পাবার তরে চিত্তে আমার ভাবনা কিছুই নাই । তোমার পানে নিবিড় টানের বেদন-ভরা সুখ মনকে আমার রাখে ধেন নিয়ত উংস্থক। চাই না তোমায় ধরতে আমি মোর বাসনায় ঢেকে, আকাশ থেকেই গান গেয়ে যাও নয় খাচাটার থেকে । 爱 .*