পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে श्रांभांब्र नभइ व्षांच्च नोहे । তাই আমি একে একে গনিতেছি কৃপণের সম ব্যাকুল সংকোচভরে বসন্তশেষের দিন মম। ভয় রাখিয়ে না তুমি মনে ; তোমার বিকচ ফুলবনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে, দিনশেষে বিদায়ের ক্ষণে । চাব না তোমার চোখে আঁখিজল পাব আশা করি’, রাখিবারে চিরদিন স্কৃতিরে করুণা-রসে ভরি। ফিরিয়া যেয়ো না শোন শোন, স্বর্য অস্ত যায় নি এখনো । সময় রয়েছে বাকি ; সময়েরে দিতে ফাকি ভাবনা রেখো না মনে কোনো । পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুখন ধরে ঝলুক তোমার কালো কেশে । হাসিয়ে মধুর উচ্চহাসে অকারণ নির্মম উল্লাসে, বনসরসীর তীরে ভীরু কাঠবিড়ালিয়ে সহস চকিত করো ক্ৰাসে । ভুলে-যাওয়া কথাগুলি কানে কানে করায়ে স্মরণ দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। ל לל