পাতা:ক্রমশ ফসিলের মত একটা শব্দ.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চোখের মতো জানলা পথের দু'পাশের উচু বাড়িগুলো কারপ্রাচীরের মতো নীরন্ধ অপরিচয় অবিশ্বাস অপ্রেম দিয়ে গাথা হ’য়েছে যেন – পাথরের মতো দেয়ালে দরজা জানলার গ্রীলে একফোটাও ভালোবাসার আমি ধরেনি - যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের কয়েদীর মতো সমস্ত মাতুষকে রীতিমতো ভয় পায় ওরা । সন্দেহের ধাক্কা খেয়ে খেয়ে অন্তভূতিগুলো ভেঁাতা হয়ে তুবড়ে কিস্তৃত হতে হতে পথিককে থুপ থুপ ক'রে চলে চলমান জেলখানা হতে হবে – সেইসব মৃত আত্মার কাছে তখন কোনোদিন চোখের মতো জানলা ফুটিয়ে দেয়া হবে, মুক্তির মতো দরজা বসিয়ে দেয়া হবে। — *অথচ রামধন্থ রঙের বাড়িগুলো এখন কারপ্রাচীরের মতো নীরন্ধ্র । ᏬᏬ