পাতা:ক্রমশ ফসিলের মত একটা শব্দ.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙিন কাপড়ের টুকরোগুলো রঙিন কাপড়ের টুকরোগুলো রক্তাক্ত হৃদপিণ্ডের মতো সারা ঘরে ছড়িয়ে অাছে – কঁচির চুমোয় মেশিনের চাপাস্বরে ওদের ঠোঁটে বুকে উরুতে বাজার করার ভাবনা, রেশন তোলার যন্ত্রণা বরের টেরিকটের পাঞ্জাবির হাতশেলাইয়ের ধৈর্যের ফোড়ে মিশে যাচ্ছে নিজের অনুঢ়া মেয়েকে পাত্রস্থ করার দীর্ঘশ্বাস, শিশুপুত্রের ইংরিজি বর্ণপরিচয়ের সঙ্গে টলমল ক’রে হাটছে সকলের নাছোড়বান্দা ভবিষ্যতের স্বপ্ন । দশটা শীর্ণ আঙুল প্রতিবেশী খোদ্দেরের শাট প্যান্ট ব্লাউজ শায়ায় ক্লাস্তিতে ভেঙে পড়ছে, অার হকুমানের নাচে ভেঙে প’ড়ছে বfiবারা চলের জং একবেলার এক-তরকারি-মাখা উদাসীন ভাতের থালায় ! — রঙিন কাপড়ের টুকরোগুলো রক্তাক্ত হৃৎপিণ্ডের মতে সারা দেহে জড়িয়ে আছে । ৩৩