পাতা:বাসন্তিকা - মনীন্দ্রনাথ সিংহ.pdf/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অভিনয়—রজনীর পাত্র-পাত্রীগণ

অনুষ্ঠাতা—শ্রীকালিদাস গোস্বামী।
সুর-সংযোজক—শ্রীরাধাচরণ ভট্টাচার্য্য।
প্রয়োজক—শ্রীরাধাচরণ ভট্টাচার্য্য ও
 শ্রীহরিদাস শীল (এমেচার)।
নৃত্যশিক্ষক—শ্রীপাঁচকড়ি ঘোষ (ভেলুবাবু)
ঋতুরাজ—শ্রীনির্ম্মল বসু।
ঋতুদূত—শ্রীনলিনীকান্ত দত্ত।
দখিন্‌ হাওয়া—শ্রীপাঁচুগোপাল বন্দ্যোপাধ্যায়।
শীতা—শ্রীমতী ইন্দুবালা।
বাসন্তিকা—শ্রীমতী স্নেহলতা (কটি)।
বকুল—শ্রীমতী নন্দরাণী।
বেলা—শ্রীমতী দুৰ্গারাণী।
চামেলী—শ্রীমতী সরলাবালা।
অন্যান্য পুষ্পগণ—শ্রীমতী নীলিমা দেবী, প্রসাদী,
 মনোরমা, লক্ষ্মী ও পুতুল।
হায়নোনিয়াম-বাদক—শ্রীহরিদাস মুখোপাধ্যায়।
বংশীবাদক—শ্রীনেপাল চন্দ্র রায়।
পিকলুইষ্ট—শ্রীকানাইলাল বসাক।
সঙ্গতী—শ্রীমন্মথ কুমার ঘোষ।
রঙ্গভূমি-সজ্জাকর—শ্রীযজ্ঞেশ্বর সাহা।
স্মারক —শ্রীসরোজ কুমার বসু।