পাতা:বাসন্তিকা - মনীন্দ্রনাথ সিংহ.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

তৃতীয় দৃশ্য

[দৃশ্য-পরিচয়—বাসন্তীনিশা—ফুল্ল লতাকুঞ্জের মাঝে বসন্তরাণী, পুলকের আবেশ ছড়িয়ে পড়েছে তা’র মুখে—দূর থেকে আনন্দের উচ্ছ্বাসমাখা মৃদু গুঞ্জনধ্বনি ভেসে আসছে। একে একে গাহিতে গাহিতে দখিন হাওয়া, বকুল, বেলা, চামেলী প্রভৃতির প্রবেশ]

(গান)

দঃ হাঃ— আমি এসেছি দখিন্‌ হাওয়া।
বকুল— আমি দিয়েছি বকুল ছোঁওয়া।
বেলা— আমি এনেছি প্রাণের প্রীতি
গাহিতে বরণ-গীতি।
চামেলী— তোমারই লাগিয়া হারায়েছি সখি,
প্রাণের গোপন দিঠি।
সকলে— সকলে মিলিয়া সাজায়েছি ডালা
প্রীতির সায়রে নাওয়া।

(রাজার প্রবেশ)

রাজা। ঋতুকুঞ্জে আজ কা’র অভ্যর্থনা রাণী?
বাসন্তিকা। ঋতুরাজের।