পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r .‘ له, L বন্ধ যুগযুগাস্তের কোন এক বাণীধারা নক্ষত্রে নক্ষত্রে ঠেকি পথহারা সংহত হয়েছে অবশেষে J মোর মারে এসে । । প্রশ্ন মনে আসে অারবার, আবার কি ছিন্ন হয়ে যাবে স্থত্র তার— রূপহারা গতিবেগ প্রেতের জগতে চলে যাবে বহু কোটি বৎসরের শূন্ত যাত্রাপথে ? উজাড় করিয়া দিবে তার পাস্থের পাথেয়পাত্র আপন স্বল্পায়ু বেদনার— ভোজশেষে উচ্ছিষ্টের ভাঙা ভাও হেন ? কিন্তু, কেন । শান্তিনিকেতন ১২ অক্টোবর, ১৯৩৮ হিন্দুস্থান মোরে হিন্দুস্থান বারবার করেছে আহবান কোন শিশুকাল হতে পশ্চিমদিগস্ত-পানে, ভারতের ভাগ্য যেথা নৃত্যলীলা করেছে শ্মশানে, কালে কালে । তাওবের তালে তালে, দিল্লিতে আগ্রাতে মঞ্জীরঝংকার আর দুর শকুনির ধ্বনি-সাথে ; কালের মন্থনদগুঘাতে উচ্ছলি উঠেছে যেথা পাথরের ফেনস্তুপে অদৃষ্টের অট্টহাস্ত অভ্ৰভেদী প্রাসাদের রূপে। 2ά