পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুরের গান ৷ স্বরের পানে চাওয়া উৎকণ্ঠিত আমি মন সেই আঘাটায় তীর্থপথগামী যেখায় হঠাৎ-নাম প্লাবনের জলে তটগ্নাবী কোলাহলে ওপারের জানে জাহাম, নিরুক্ষেশ পজিকের গান । ফেনোচ্ছিল সে-নদীর বন্ধহারা জলে পশ্যতরী নাছি চলে, কেবল অলস মেঘ ব্যর্থ ছায়া-ভাসানের খেলা খেলাইছে এবেলা ওবেলা । দিগন্তের নীলিমার স্পর্শ দিয়ে ঘেরা গোধূলিলয়ের যাত্রী মোর স্বপনের। নীল আলো প্রেয়সীর আঁখিপ্রাস্ত হতে নিয়ে যায় চিত্ত মোর আকূলের অবারিত লোতে ; চেয়ে চেয়ে দেখি সেই নিকটতমারে অজানার অতিদূর পারে । , মোর জন্মকালে নিলখে সে কে মোরে ভাসালে দীপ-জালা ভেলাখানি নামহারা অদৃশ্বের পানে ; আজিও চলেছি তার টানে । বাসাহারা মোর মন তারার আলোতে কোন অধরাকে করে অন্বেষণ ”、臀怀喀, দূরের জগতে ।