পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্তন্ধরাতে একদিন নিত্রণহীন আবেগের আন্দোলনে তুমি বলেছিলে নতশিরে অশ্রনীরে ধীরে মোর করতল চুমি— “তুমি দূরে যাও যদি, নিরবধি শূন্ততার সীমাশূন্ত ভারে সমস্ত ভুবন মম মরুসম রুক্ষ হয়ে যাবে একেবারে । আকাশ-বিস্তীর্ণ ক্লাস্তি সব শাস্তি চিত্ত হতে করিবে হরণ,— নিরানন্দ নিরালোক স্তব্ধ শোক মরণের অধিক মরণ ॥” २. শুনে, তোর মুখখানি বক্ষে অগনি বলেছিন্থ তোরে কানে কানে,“তুই যদি যাস দূরে তোরি স্বরে বেদনা-বিদ্যুৎ গানে গানে