পাতা:রবীন্দ্র-রচনাবলী (একবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ পৌষ ১৩৪৩ ভূমিকা ডুগডুগিট বাজিয়ে দিয়ে ধুলোয় আসর সাজিয়ে দিয়ে পথের ধারে বসল জাদুকর । এল উপেন, এল রুপেন, দেখতে এল নৃপেন, ভূপেন, গোদলপাড়ার এল মাধু কর । দাড়িওয়ালা বুড়ে লোকটা, কিসের-নেশীয়-পাওয়া চোখট1, চার দিকে তার জুটল অনেক ছেলে । ব1-ত মন্ত্ৰ আউড়ে, শেষে একটুখানি মুচকে হেলে স্বাসের পরে চাদর দিল মেলে । উঠিয়ে নিল কাপড়টা যেই দেখা ছিল খুলোর মাঝেই ছটো বেণ্ডল, একটা চড়ুইছাল, জামের জাঠি, ছেড়া ঘুড়ি, একটিমাত্র গালার চুড়ি, ধুইয়ে-ওঠা খুহচি একখালা, টুকরো ৰাসন চিলেমাটির, মুড়ো বাট খড়কে কাঠির, ললছে-ভাঙা হাঁকো, পোড়া কাঠটা— ঠিকানা নেই আওপিছুর, কিছুর সঙ্গে যোগ লা কিছুর, ক্ষশকালের ভোজৰাজির এই ঠাট ।