পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| * ҫ * 離 է | .** டி , *ஆ ... * লোভের অতীত যাহা স্বন্দর যা,অনির্বচনীয়, সেই বোধ সীমাহীন দূরে আছে আমি যেথা আছি . মন যে আপন টানে তাহ হতে সত্য লয় বাছি যাহা নিতে নাহি পারে , , তাই শূন্তময় হয়ে নিত্য ব্যাপ্ত তার চারি ধারে। কী আছে বা নাই কী এ, সে শুধু তাহার জানা নিয়ে । জানে না যা, যার কাছে স্পষ্ট তাহা, হয়তো-বা কাছে এখনি সে এখানেই আছে । আমার চৈতন্তসীমা অতিক্রম করি বহুদূরে রূপের অন্তরদেশে অপরূপপুরে । । সে আলোকে তার ঘর যে আলো আমার অগোচর । শু্যামলী । শান্তিনিকেতন ১০ মার্চ, ১৯৩৯ প্রবীণ বিশ্বজগৎ যখন করে কাজ ম্পর্ধা ক’রে পরে ছুটির সাজ । আকাশে তার আলোর ঘোড়া চলে, কৃতিত্বেরে লুকিয়ে রাখে পরিহাসের ছলে । বনের তলে গাছে গাছে শু্যামল রূপের মেলা, ফুলে ফলে নানান রঙে নিত্য নতুন খেলা । বাহির হতে কে জানতে পায়, শাস্ত আকাশতলে প্রাণ বঁাচাবার কঠিন কর্মে নিত্য লড়াই চলে।